জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক, বন্ধ ক্লাস-পরীক্ষা

জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক, বন্ধ ক্লাস-পরীক্ষা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসাশন। শনি, রোব ও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

শনিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বেলা ১২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এই ঘোষণা দেন। মরহুমের দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গাণে অনুষ্টিত হবে এবং পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ড. ইমদাদুল হকের কোলন ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।