গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভ

সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ করেছেন অন্তত তিন লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। খবর বিবিসি’র।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর আগে থেকেই বিক্ষোভস্থল হাইড পার্কে জড়ো হতে শুরু করেন নানা বয়সী লোকজন। ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ নামে এ বিক্ষোভ স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয়। এরপর লাখো মানুষের মিছিলটি ভক্সহলের নাইন এলমসের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস পর্যন্ত যায়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনিদের পক্ষে হওয়া এ মিছিলে ৩ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। তারা সবাই গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। ফিলিস্তিনপন্থি এ মিছিলে ঝামেলা করতে চেয়েছিল যুক্তরাজ্যের উগ্রডানপন্থি কিছু দলের সমর্থকরা। ঝামেলা এড়াতে উগ্রপন্থিদের কয়েকজনকে আটক করে পুলিশ। তবে এ মিছিলে সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষে কয়েকজন ব্যক্তিকে স্লোগান দিতে শোনা যায়।

এছাড়া দুজন হামাসের যোদ্ধাদের সাজে এতে অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, যারা হামাসের সাজে মিছিলে যোগ দিয়েছিলেন তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের সংঘাত শুরুর পর আজ শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় মিছিল দেখা গেছে। এছাড়াও যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ দেখা গেছে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।