৫৮ বছর পর সাতক্ষীরায় আবারও চালু হচ্ছে নৌ-বন্দর

৫৮ বছর পর সাতক্ষীরায় আবারও চালু হচ্ছে নৌ-বন্দর

সংগৃহীত

দীর্ঘ ৫৮ বছর পর আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আবারো চালু হতে যাচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌ বন্দর। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সরকার এটি চালুর উদ্যোগ নেয়ায়, নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি প্রসার ঘটবে নৌ-পথে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এছাড়াও কম খরচে, স্বল্প সময়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 

কাকশিয়ালী-ইছামতি-কালিন্দী এই তিন নদীর মোহনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রাম। রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুরে ব্রিটিশ আমলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাদেশ-ভারত সীমান্ত নদীর বাংলাদেশ পাড়ে গড়ে উঠেছিল একটি সমৃদ্ধ নৌবন্দর। এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ বেশ কিছু স্থাপনাসহ কাস্টমস ভবন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এই বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

দীর্ঘ ৫৮ বছর পর আজ খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ থেকে বন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বন্দরটি চালু হলে ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি র্কমসংসংস্থান হবে মানুষের। এরইমধ্যে বন্দর উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

বন্দরটি চালুর মধ্য দিয়ে সাতক্ষীরার অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা জেলাবাসীর।