আদ্-দ্বীন মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এভিডেন্স বেডজ মেডিসিন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় কলেজের ব্যারিস্টার রফিক-উল হক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন ইউনিট এ সেমিনারের আয়োজন করে।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান এবং আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

সেমিনার আলোচক হিসেবে বক্তব্য রাখেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজ, এনাটমি বিভাগের ডা. উমামা বিনতে দেলোয়ার এবং প্যাথোলজি বিভাগের ডা. সাদাহ হাসান।

সেমিনানের মূল আলোচ্য বিষয় ছিল ডেঙ্গু পকেট প্রাদুর্ভাবের উপর ক্লিনিকো-মহামারী সংক্রান্ত গবেষণা (এপিডেমিওলজিকাল স্টাডি) এবং ডেঙ্গুর নিরাময় পর্যায়ে বিদ্যমান থ্রম্বোসাইটোপেনিয়া।

অনুষ্ঠিত সেমিনারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।