মুরাদনগরে জাগ্রত সিক্সটিনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুরাদনগরে জাগ্রত সিক্সটিনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ছবিঃকুবি প্রতিনিধি

মুরাদনগরে জাগ্রত সিক্সটিন নামক সমাজসেবামূলক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়নের গাইটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইনউদ্দিন আহমেদ সোহাগ। উদ্বোধন ঘোষণার পর চারা বিতরণ করেন। এ সময় স্কুল মাঠে একটি স্মারক বৃক্ষ বকুলের চারা রোপন করেন। পরবর্তীতে ২০০ ফলজ ও বনজ গাছের চারা বিভিন্ন স্কুল প্রাঙ্গনে রোপণ করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। জাগ্রত সিক্সটিনের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাশেদ আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা কাজী ইসমাইল, সূফি সোহেল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ভূইয়া, মোঃ মোস্তফা, জাগ্রত সিক্সটিনের সহ সভাপতি হালিম সরকার, কোষাধ্যক্ষ সজিব রাজ, সদস্য কাউসার আহমেদ, তানভীর, আরিফ, শিহাব, সোহেল, ইব্রাহিম, সাদ্দাম, মেহেদী, জাহিদ, শাকিল, আলাউদ্দিন, জাকির, রুবেল, বাবু, শরীফ, সাইফুল, সাজ্জাদ, লিসান, আক্তার, শিমুল, সিরাজ, আলামিন, শাকিল প্রমুখ।