আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দল

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দল

ফাইল ছবি

বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৪৬০ টইল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতেই মোতায়েন করা হয়েছে র‍্যাব ফোর্সেস এর ১৬০ টহল দল ।

এদিকে নিরাপত্তা জোরদারে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল তফসিল ঘোষণা কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‍্যাব স্পেশাল বিশেষায়িত যানবাহন এপিসিসহ ৭টি টহল দল মোতায়েন করা হয়। এছাড়া রাজধানী ঢাকায় মোতায়েন করা হয় র‍্যাবের ৬০টি টহল দল।

বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে র‍্যাব।