৪৬ হাজার গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা

৪৬ হাজার গ্রাম পুলিশকে ৪র্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার বলেছেন, সরকার দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা দেয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আলোচনা করা হবে।

দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে সেখানকার ১০২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী গ্রামের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।সূত্র:ইউএনবি