নিউজিল্যান্ডে নিষিদ্ধ শামি!

নিউজিল্যান্ডে নিষিদ্ধ শামি!

সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ৭ উইকেট নেয়া ছাড়াও বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়েছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং করেছেন। তাছাড়া ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি (৫৪)।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রথ সেমিফাইনালে বিরাট কোহলির ৫০তম সেঞ্চুরি বা শ্রেয়স আইয়ারের পর পর দু’ম্যাচে সেঞ্চুরির কৃতিত্বের থেকেও বেশি আলোচনায় শামি। একাই ৭ উইকেট নিয়ে তিনি যে শেষ করে দেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ের আশা

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন শামি। ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। বিশ্বকাপে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। সনুও তার বাইরে নন। এদিন ভারতের সেই জয়ের পর বলিউড অভিনেতা সনু সুদ জানিয়েছেন, নিউজিল্যান্ডে নাকি ‘নিষিদ্ধ’ শামি।

এদিন শামি ৭ উইকেট নেয়ার পর উচ্ছ্বাস গোপন করেননি সনু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শামিকে উদ্দেশ্য করে লেখেন, ‘ব্রেকিং নিউজ: নিউজিল্যান্ডে শামি কাবাব নিষিদ্ধ!’

অভিনেতার রসিকতার জবাব দিয়েছেন শামিও। তিনি শুধু লিখেছেন, ‘‘হাহাহাহাহা’’। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি।