বড়শিতে ধরা পড়ল ২৮ কেজির দুই কোরাল

বড়শিতে ধরা পড়ল ২৮ কেজির দুই কোরাল

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ২৮ কেজি ওজনের দুটি কোরাল মাছ। মাছ দুটি ২৯ হাজার চারশ টাকায় বিক্রি হয়েছে।বুধবার সকালে টেকনাফের হ্নীলা ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং পয়েন্টে জেলে মোহাম্মদ ইসমাইল ও জামাল নাফ নদীতে বড়শি ফেললে ওই মাছ দুটি ধরা পড়ে বলে জানা যায়। পরে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ী আলী আহমদের কাছে বিক্রি করেন তারা।

আলী আহমদ বলেন, বুধবার সকালে হ্নীলা বাজারে বড়শিতে ধরা দুটি কোরাল মাছ বিক্রি করতে এলে বিভিন্নজনের দর-কষাকষিতে ২৯ হাজার ৪০০ টাকায় আমি ক্রয় করি। মাছ দুটি স্থানীয় বাজারে বিক্রি না হলে কক্সবাজারে নেওয়া হবে।

 

মো. ইসমাইল ও জামাল জানান, সকালে ওয়াব্রাং পয়েন্ট দিয়ে নাফ নদীতে মাছ শিকারের জন্য বড়শি ফেললে প্রায় দুই ঘণ্টা পরে বড়শির সুতায় টান অনুভব হলে তুলে দেখি দুটি কোরাল মাছ। পরে তা মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছি।

 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পরিবেশ ভালো পেলে মাছগুলো সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি বা এর চেয়ে বড় হয়ে থাকে। এটি দ্রুত বর্ধনশীল মাছ। তবে নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। প্রায় সময়ই নাফ নদীতে বড়শি ফেলে জেলেরা এ রকম বড় মাছ পান।