ভারতে সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিক উদ্ধারে গেল রোবট

ভারতে সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিক উদ্ধারে গেল রোবট

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ১১ দিন ধরে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারে দুইটি রোবট পাঠানো হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উদ্ধারকর্মীদের অনুরোধে ভারতীয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন দুর্ঘটনাস্থলে দক্ষ মিনি ও দক্ষ স্কাউট নামে দুইটি রোবট পাঠিয়েছে। রোবট দুটি ঘটনাস্থলে আসায় উদ্ধার কাজে গতি বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, দক্ষ মিনি রোবটটি বন্ধ হওয়া সুড়ঙ্গের মুখ থেকে প্রতিবার ২০ কেজি ওজনের বস্তু সরাতে পারবে। আর দক্ষ স্কাউটের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে সুড়ঙ্গের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা যাবে।

উল্লেখ্য, সিল্কইয়ারা ও দণ্ডলগাঁওয়ের অভ্যন্তরে উত্তর কাশীর সুড়ঙ্গটি তৈরি হচ্ছিল। গত ১২ নভেম্বর সুড়ঙ্গ ধসের পর উদ্ধারকারী দল ও ভারতীয় সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। টানেলটি সাড়ে ৪ কিলোমিটার লম্বা। এর মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। সেখানেই এখন আটকে রয়েছেন ৪১ শ্রমিক।