ইসরাইলের অর্থনীতিতে গাজা যুদ্ধের বিরূপ প্রভাব

ইসরাইলের অর্থনীতিতে গাজা যুদ্ধের বিরূপ প্রভাব

ইসরাইলের অর্থনীতিতে গাজা যুদ্ধের বিরূপ প্রভাব

হামাসের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে ইসরাইলের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। শনিবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল যখন গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাদের রিজার্ভ ছিল ২০০ বিলিয়ন মার্কিন ডলার। এ সময় যুদ্ধের ব্যয় বহন করার জন্য দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কয়েক বিলিয়ন সামরিক সহযোগিতা লাভ করে। তদুপরি যুদ্ধের ব্যয় আকাশচুম্বী হওয়ায় দেশটির অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে।

ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যুদ্ধটি প্রাথমিকভাবে অনুমানের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল প্রমাণিত হয়েছে।অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, এই অর্থনৈতিক ধাক্কায় ইসরাইল গত কয়েক দশকের অভিজ্ঞতার বিপরীতে তীক্ত অভিজ্ঞতার মুখোমুখি হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর আকস্মিক ইসরাইল সীমান্তে হামলা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর শুরু হয় স্মরণকালের সবচেয়ে তীব্র ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে ইসরাইলের ব্যয় ছিল আকাশচুম্বী। একইসাথে রাজস্ব আয় কমছে। বেড়েছে ঋণের খরচও। ফলে দেশটির অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে।

সূত্র : আলজাজিরা