বিএসএমএমইউ এর প্রতিনিধি দলের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন

বিএসএমএমইউ এর প্রতিনিধি দলের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে নতুন কোর্স অধিভুক্তকরন ও চলমান কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির জন্য মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা। এসময় পরিদর্শক টিমকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এমডি ইন্টারনাল মেডিসিন, এমপিএইচ-কমিউনিটি মেডিসিন, এমডি পেডিয়াট্রিকস, নিওনেটালজি, এমডি এ্যানেসথেসিওলজি, এমএস জেনারেল সার্জারি, অবস এন্ড গাইনি অর্থোপেডিকস, ডিএ, ডি-অর্থো কোর্স চালু এবং চলমান ডিসিএইচ ও ডিজিও কোর্সের আসন সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন করেন কলেজ কতৃপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ এর প্রতিনিধি দল আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আতিকুল হকসহ ত্রিশ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগ, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাস রুম এবং আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এসময় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ গভনিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন ।