চট্টগ্রামের তিন কলেজে সবাই ফেল

চট্টগ্রামের তিন কলেজে সবাই ফেল

সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। এরমধ্যে এমন তিনটি কলেজ রয়েছে যেখানে একজন শিক্ষার্থীও পাস করেনি।

রোববার (২৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বিষয়টি জানিয়েছেন ।

পাস না করা তিনটি প্রতিষ্ঠানের একটি নগরের চান্দগাঁয়ের ন্যাশনাল পাবলিক কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। অন্যটি মহালছড়ির বৌদ্ধ শিশু গড় স্কুল অ্যান্ড কলেজ এবং আরেকটি মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ দুই প্রতিষ্ঠানে ৭ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দুটি প্রতিষ্ঠানই খাগড়াছড়িতে।

জানা গেছে, শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১২টি। যেখানে গতবার এ সংখ্যা ছিল ১৬টি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯ টি কলেজের ১ লাখ ৩ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে আছে।

ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৮৮ দশমিক ৪৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৬৫ দশমিক ২২ শতাংশ।