এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ: পারেসেপোলিসের কাছে আল নাসরের হোঁচট

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ: পারেসেপোলিসের কাছে আল নাসরের হোঁচট

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। দ্বিতীয় লেগে ঘরের মাঠ আল আওয়াল পার্কে ইরানের ক্লাব পারেসেপোলিসকে আথিতেয়তা দিয়েছিল সৌদি ক্লাবটি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দশ জনের আল নাসর ইরানের ক্লাব পারেসেপোলিসকে হারাতে পারেনি। ফলে ম্যাচের স্কোর লাইন গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে।  

তবে আজকের ম্যাচে রোনালদোদের পায়ে বল ছিল বেশি। আক্রমণের সুযোগ পেয়েছে পারেসেপোলিসও। প্রথমার্ধে দু’দল ফাউল করেছে ১০টি। যার মধ্যে ৭টিই করেছে ইরানের ক্লাব পারেসেপোলিস। 

আজকের ম্যাচে খেলার ৪ মিনিটে ব্যবধান এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আল নাসর।  ভি-আর দেখে রেফারি পেনাল্টি দিলেও নেয়নি আল নাসরের অধিনায়ক রোনালদো। ফলে সে সময় এগিয়ে যায় হয়নি সৌদি আরবের দলটির। 

খেলার ১৭ মিনিটে ভুল করে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার আলী লাজামী। তাতেই দশজনের দলে পরিণিত হয় সৌদি ক্লাব আল নাসর। একজন কম খেলায় সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে ইরানের ক্লাব পারেসেপোলিস। তবে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের প্রথমার্ধে স্কোর লাইন গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। 

দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে আক্রমণের ধার বাড়ায় আল নাসর। কাজে লাগাতে পারেনি দলটির ফরোয়ার্ডরা। শেষ দিকে কয়েকবার ইরানির ক্লাবটির রক্ষণভাগে আক্রমণ করেও লাভ হয়নি আল নাসরের। শেষ পর্যন্ত ঘরের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। 

এর আগে প্রথম লেগে ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে পারসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। সেদিন দশজনের দলে পরিণত হয়েছিল ইরানের ক্লাবটি।