হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না : হানিফ

হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না : হানিফ

সংগৃহীত

হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না— এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে চলে গেছে। বিএনপি এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। যা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগনের কাছে আরও ধিক্কৃত হতে থাকবে। জনগণ থেকে বিএনপি আরও দূরে ছিটকে যাবে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, কোনো দল নির্বাচনে অংশ নিলো বা নিলো না সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারণ জনগণের অংশ গ্রহণটায় হচ্ছে মুখ্য। এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আছে। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল সংখ্যাক ভোটাররা উপস্থিত হবেন।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন