সিলেটে হার এড়াতে লড়ছে কিউইরা

সিলেটে হার এড়াতে লড়ছে কিউইরা

সংগৃহীত

সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে হার এড়াতে লড়ছে নিউজিল্যান্ড। সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই দিন ম্যাচে সমানে সমানে লড়াই হলেও তৃতীয় দিন থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৩১০ রানের পর কিউইরা অলআউট হয় ৩১৭ রানে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্তর শতকে বাংলাদেশ ৩৩৮ রান করলে কিউইদের লক্ষ্য দাড়ায় ৩৩২ রানের। ৩৩২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করে কিউইরা। আজ শেষ দিনে ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে ৭ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়া কিউইদের সামনে আজ টেস্ট বাঁচাতে হলে দরকার ২১৯ রান। হাতে আছে ৩ উইকেট। স্বাগতিকদের হয়ে লড়ছেন শুধু ড্যারিল মিচেল। তিনি ৮৬ বলে ৪৪ রান করে পঞ্চম দিনের খেলা শুরু করেছেন। বাংলাদেশের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম চারটি উইকেট নিয়েছেন।

এর আগে চতুর্থ দিনে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। চা বিরতির আগে ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় কিউইরা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। আউট সুইং ডেলিভারিতে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। সুইপ শট খেলতে গিয়ে মাত্র ২ রানে আউট হন নিউজিল্যান্ড তারকা। চা বিরতিতে থেকে ফেরার পর আরও ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬ রানের মাথায় ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। কিছুক্ষণ পর আবারও কিউই শিবিরে আঘাত হানেন বাঁহাতি এই স্পিনার। টম ব্ল্যান্ডেলকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকে

১০২ রানের মাথায় নিউজিল্যান্ডের সপ্তম উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিউই পেসার কাইল জেমিসনকে ফেরান সেই তাইজুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বাঁচাতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে কিউইদের।