ঘূর্ণিঝড় মিগজাউম : নৌযান চলাচলে সতর্কতা

ঘূর্ণিঝড় মিগজাউম : নৌযান চলাচলে সতর্কতা

ফাইল ছবি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এ পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড়টি আগামী ৫ অথবা ৬ ডিসেম্বরের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে বাংলাদেশের উপকূলে। সেজন্য দেশের নৌপথে নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বলেন, আবহাওয়া দপ্তর থেকে আমরা যেমন খবর পেয়েছি সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের প্রভাব দেখা যায়নি তাই দেশের নদীবন্দরগুলোতে এখন পর্যন্ত কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রয়োজন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।