ভারত সিরিজে বিশ্রামে বাভুমা

ভারত সিরিজে বিশ্রামে বাভুমা

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে রান না পেলেও অধিনায়ক ‘কোটায়’ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার টেম্বা বাভুমা। তবে বিশ্বকাপ পরবর্তী ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে ডানহাতি এই ওপেনারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। তার সঙ্গে বিশ্রামে আছেন পেসার কাগিসু রাবাদা। 

তার জায়গায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। সাদা বলের সিরিজে বিশ্রামে থাকলেও টেস্ট সিরিজের দলে আছেন বাভুমা। কুইন্টন ডি কক অবসর নিয়েছেন, বাভুমাও নেই। তাদের জায়গায় দক্ষিণ আফ্রিকার দলে আছেন কাইল ভারায়েনে ও রেজা হেনড্রিকস। 

দক্ষিণ আফ্রিকার দলে প্রথমবার ডাক পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন- অলরাউন্ডার মিহলালি এমপংওয়ানা, পেসার নান্দ্রি বার্নার ও মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম। আছেন আইপিএলে আলো কাড়া তরুণ উইকেটরক্ষক ব্যাটার ত্রিস্তান স্টাবস। 

দল নিয়ে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়ালটার বলেছেন, ‘আমরা দারুণ একটি বিশ্বকাপ কাটিয়েছি। ওই মোমেন্টাম ধরে রাখতে চাই। একইভাবে দ্বিপাক্ষিক এই সিরিজে দল গড়ার কাজটাও চালিয়ে নিতে চাই।’ 

টেস্ট কোচ কনরাড বলেছেন, ‘এটা নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু। আমরা ঘরের মাঠে দারুণ শুরু করতে চাই। আমরা টেস্টের জন্য মূল দলটা বেছে নিতে পেরেছি। এটা শক্তির জায়গা। কিছু নতুন মুখও আছে। সব মিলিয়ে আমরা ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্বের রেকর্ড ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী।’

দক্ষিণ আফ্রিকার টি-২০ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, ম্যাথু ব্রিটজেকে, নান্দ্রি বার্নার, গেরাল্ড কোয়েটজে (প্রথম দুই ম্যাচ), দেনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দালি ফেলুকাও, তাবরেজ শামসি, ত্রিস্তান স্টাবস, লিজার্ড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, রেসি ফন ডার ডুসেন, নান্দ্রি বার্নার, টনি ডি জর্জি, রেজা হেনড্রিকস,  হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপংওয়ানা, ডেভিড মিলার, ওয়ান মুলদার, আন্দালি ফেলুকাও, তাবরেজ শামসি, কাইল ভারায়েনে, লিজাার্ড উইলিয়ামস। 

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রি বার্নার, গেরাল্ড কোয়েটজে, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসন, কাগিসু রাবাদা, ত্রিস্তান স্টাবস, কাইল ভারায়েনে।