ঢাকা টেস্টে ধারাভাষ্য করবেন তামিম

ঢাকা টেস্টে ধারাভাষ্য করবেন তামিম

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও খেলা হচ্ছে না তার। যাবেন না নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেললেও। 

তামিম ইকবাল সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঝুলে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। 

বিপিএল দিয়ে মাঠে ফেরার কথাও জানিয়েছেন তামিম। তবে মাঠে ফেরা আগেই ধারাভাষ্য রুমে ফিরছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে একটা সেশনের দুই স্লটে এক ঘণ্টা ধারাভাষ্য করবেন বাঁ-হাতি এই ওপেনার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে বিষয়টি জানিয়েছেন তামিম। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রথম স্লটে এবং দ্বিতীয় স্লটে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য করবেন তিনি। তামিম জানিয়েছেন, পুনরায় কমবক্স (কমেন্ট্রে বক্স) অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন তিনি।