রাঙ্গামাটিতে ৮১হাজার ২২৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

রাঙ্গামাটিতে ৮১হাজার ২২৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

সংগৃহীত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  ২০২৩ উপলক্ষে  আগামী ১২ ডিসেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলায় সর্বমোট ৮১ হাজার ২শত ২৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কনফারেন্স হলে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: শিবলী শফিউল্লাহ, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে  এম মকছুদ আহম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

জেলা সিভিল সার্জন আরো বলেন, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় এবার ১হাজার ৩শত ১৪ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯হাজার ৩শত ৫৯ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭১হাজার ৮শত ৩৯ জনকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারের এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সূত্র: বাসস