আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ

সংগৃহীত

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে রয়েছেু ক্রোড়পত্র প্রকাশ, উন্নত যাত্রী সেবার অঙ্গীকার, জনসচেতনতা তৈরি ও  বিমানবন্দরে আলোকসজ্জার ব্যবস্থা করা।  

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, বিশ্বে ১৯৩টি দেশে ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বিমান চলাচল দিবস পালিত হয়। 

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ সোহেল কামরুজ্জামান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংয়ের আগেই বেশ কয়েকটি দেশ বিমান পরিচালনার আবেদন জানিয়েছে। বর্তমানে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।