রুদ্ধশ্বাস ম্যাচে চেলসির বিপক্ষে জয় ম্যানইউর

রুদ্ধশ্বাস ম্যাচে চেলসির বিপক্ষে জয় ম্যানইউর

সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে হাড্ডাহাড্ডি লড়াই হলো। শেষ পর্যন্ত গোলের খেলায় জয় হলো ম্যানচেস্টার ইউনাইটেডেরই। ইংলিশ প্রিমিয়ার লিগের আগের জায়ান্ট চেলসির বিপক্ষে ম্যানইউর জয় ২-১ গোলের ব্যবধানে।

ম্যাচের দুই অর্ধেই গোল করে ম্যানইউকে জয় উপহার দেন স্কট ম্যাকটোমিনায়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করেন কোল পালমার।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৭। চতুর্থ স্থানে থাকা ম্যানসিটি থেকে ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। আর ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বর স্থানে রয়েছে চেলসি।

ম্যানইউর জয়টি এমন এক সময়ে এলো, যখন দলটির ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিলো। আগের ম্যাচে নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিলো তারা। যখন এই পরিবেশ নিয়ে বেশ চিন্তিত ছিলেন কোচ এরিক টেন হাগ। চেলসির বিপক্ষে এই একটি জয়, ম্যানইউকে দারুণ উজ্জীবিত করে তুলেছে।

ম্যাচের ১৯তম মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় ম্যানইউ। গোলদাতা ম্যাকটোমিনায়। ৬৯তম মিনিটেও গোল করেন তিনি। ৪৫তম মিনিটে একটি গোল করে কোল পালমার গোল করে ব্যবধান কমান।