প্রথম সেশনে এক বলও খেলা হলো না

প্রথম সেশনে এক বলও খেলা হলো না

সংগৃহীত

প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বিলম্বিত হচ্ছে।

বুধবার রাত থেকেই বৃষ্টি। সেটা বহাল বৃহস্পতিবার সকালেও। আর সেই শীত নামানো ডিসেম্বরের বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এক বলও খেলা হয়নি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিকেলের আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থামার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে দ্বিতীয় সেশনেও খেলা হওয়ার সম্ভাবনা কম। তৃতীয় সেশনের কিছু অংশে খেলা হয়তো হতে পারে।

এদিকে, আলোকস্বল্পতায় প্রথমদিন ৮.২ ওভার খেলা কম হয়। সে কারণে আজ ১৫ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এখনও খেলা শুরু করা যায়নি।