নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ফটো

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (৮ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। 

নেতা-কর্মীদের সাথে প্রায় দুই ঘণ্টার বৈঠকে, নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন দলের সভাপতি শেখ হাসিনা। 

এরআগে, টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে সকাল পৌনে ১০টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেসময় তাকে স্বাগত জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মো. শহিদ উল্লাহ খন্দকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মেনে পতাকাবিহীন গাড়িতে চলাচল করছেন। কোটালিপাড়ায় তিনি ঘরোয়াভাবে স্থানীয় সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। 

এরআগে, দুই দিনের ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার বিকালে সড়ক পথে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী। আজই সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।