বাস্কেটবলে ফ্লেইম বয়েজ চ্যাম্পিয়ন

বাস্কেটবলে ফ্লেইম বয়েজ চ্যাম্পিয়ন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সত্তর-আশির দশকে অন্যতম জনপ্রিয় খেলা ছিল বাস্কেটবল। কালের বিবর্তনে সেই খেলা এখন অস্তিত্ব সংকটে। নেই নিজস্ব কোর্ট ও অফিস। এবার বিজয় দিবস উপলক্ষ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাস্কেটবল ফেডারেশন।

বিজয় দিবস অনূর্ধ্ব-১৯ বালক থ্রি অন থ্রি বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে ফ্লেইম বয়েজ এ-দল। আজ শুক্রবার মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৫-১০ পয়েন্টে চাংগাস বাস্কেটবল ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল আহসান মঞ্জু ও সাধারণ সম্পাদক একে সরকার। এ সময় ফেডারেশনের আরও অনেকে উপস্থিত ছিলেন।