বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ রোববার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ভোর ৬টায় কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে। আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা ৩০ মিনিটে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে নেতাকর্মীরা উপস্থিত হবেন।

অনুরুপভাবে সারাদেশে বিএনপির বিভিন্ন ইউনিট যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবেন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে

- সকালে দলীয় নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১'র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

- সাভার থেকে ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য ও ফাতেহা পাঠ করবেন।

- বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

- কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ভোর ৬টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

- অনুরুপভাবে সারাদেশে বিএনপির বিভিন্ন ইউনিট যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবেন।