সীমান্ত নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন গায়ানা ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

সীমান্ত নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন গায়ানা ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

সীমান্ত নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন গায়ানা ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বৃহস্পতিবার সীমান্ত নিয়ে বৈঠক করবেন।

তীব্র সীমান্ত বিরোধ নিয়ে আন্তর্জাতিক সতর্কতার প্রেক্ষিতে উভয়ে এ বৈঠকে বসছেন।ক্যারিবিয়ান দেশ সেইন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডাইনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী রাল্ফ গঞ্জাভেলেস এ কথা জানিয়েছেন। উভয়পক্ষের অনুরোধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেছেন, জরুরি ভিত্তিতে পরিস্থিতি শান্ত করা প্রয়োজন। আর এ জন্যে দরকার মুখোমুখি আলোচনায় বসা।
উল্লেখ্য, জ্বালানি তেল সমৃদ্ধ এসেকুইবো অঞ্চল নিয়ে উভয়পক্ষে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এসেকুইবো ঐতিহাসিকভাবে গায়ানার নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহে  মাদুরো সরকার এর মালিকানা নিয়ে বিতর্কিত একটি গণভোটের আয়োজন করে। গণভোটে ৯৫ শতাংশ ভোটার এসেকুইবোর মালিকানা ভেনিজুয়েলার বলে রায় দেয়ার পর তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলো উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।

সূত্র : বাসস