আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইবিতে শোভাযাত্রা ও আলোচনাসভা

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইবিতে শোভাযাত্রা ও আলোচনাসভা

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইবিতে শোভাযাত্রা ও আলোচনাসভা

শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ রবিবার (১০ ডিসেম্বর) ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করে ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিভাগটির সভাপতি সাহিদা আখতার আশার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে এলে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার এইচ এম আলী হাসান যুক্ত হন।

শিক্ষার্থীরা মানবাধিকার রক্ষার আহ্বানমূলক বিভিন্ন লেখা ও ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালে সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে দিবসটি উপলক্ষে সেখানে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। আলোচনাসভায় বিভাগীয় সভাপতির সভাপতিত্বে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার বক্তব্য রাখেন।