১৪ দলীয় জোটের আসন ভাগাভাগির বিষয়টি দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

১৪ দলীয় জোটের আসন ভাগাভাগির বিষয়টি দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

১৪ দলীয় জোটের আসন ভাগাভাগির বিষয়টি দ্রুতই নিষ্পত্তি হবে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ১৪ দলীয় জোটের শরীক দলের সাথে আওয়ামী লীগের বৈঠক হয়েছে, সেই বৈঠকে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এবং সেই বৈঠকে জোটের শরীক দলের নেতারা কেউ অসন্টুষ্টি ব্যক্ত করেনি। আওয়ামীলীগ আশা করছে আসন ভাগাভাগি নিয়ে যে বিষয়টি রয়েছে ১৪ দলীয় জোটের সঙ্গে সেটা খুব দ্রুতই নিষ্পত্তি হবে। তবে ১৪ দলীয় জোট যে কয়টি আসন পাবে তারা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে। আসন বন্টনের বাইরেও যদি ১৪ দলীয় জোটের নেতারা ভোট করতে চান তাদের দলীয় প্রতীক নিয়ে সেটাও তারা সুযোগ পাবে।

এসময় হানিফ আরও বলেন, এ সরকারের আমলে গুম-খুনের যে অভিযোগগুলো তা সম্পূর্ন কাল্পনিক এবং অসত্য। এর কোন ভিত্তি নেই। এ বাংলাদেশে গুম-খুনের রাজনীতি এবং মানবাধিকার লংঘনের রাজনীতি শুরু হয়েছিলো বিএনপির হাত ধরে।

আজ ১১ ই ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।