অবরোধের আগের রাতে ৫ বাসে আগুন

অবরোধের আগের রাতে ৫ বাসে আগুন

সংগৃহীত

অবরোধের আগে রাজধানীসহ সারাদেশে ৫টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

তিনি জানান, রাজধানীতে তিনটি, আশুলিয়ায় একটি ও ফেনীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আরও জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্স-এর স্টাফ বাসে, সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবাহনের একটি বাসে, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি স্টাফ বাসে, ঢাকার আশুলিয়ায় কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এবং ফেনীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, রাতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসে আগুন দেওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে।