তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

বিশ্বকাপের আগে সাকিব আল হাসান নিশ্চিত করেছিলেন, আসর শেষে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন তিনি। এমনকি আভাস দিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আস্থা রাখছে সাকিবের ওপর। তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক হিসেবে দেখতে চায় তারা।

মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। যেখানে সাকিব যে এখনো বাংলাদেশের অধিনায়ক তা ফের মনে করিয়ে দেন তিনি। সেই সাথে আরো দীর্ঘ সময় তাকে নেতৃত্বে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমরা এখন শান্তকে অধিনায়ক দিয়েছি দেখার জন্য। দুই সিরিজের জন্য সে অধিনায়কত্ব করবে। সাকিবকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে। সে আমাদের তিন ফরম্যাটেরই অধিনায়ক। সাকিব আসলে সেই আমাদের অধিনায়ক থাকবে। আমরা চাই সে সব ফরম্যাটে অধিনায়ক থাকুক।'

তবে বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘একটা সময় অবশ্যই আসবে যখন সাকিব খেলা ছেড়ে দিবে। হয়তো কোনো ফরম্যাট কমিয়ে দিবে। বিকল্প হিসেবে এখন আমাদের হাতে শান্ত আছে, মিরাজ আছে। এদের আমরা সম্ভাব্য অধিনায়ক বলে থাকি। আমার মনে হয় এ দু‘জনের বাংলাদেশকে লিড করার সক্ষমতা আছে।'

এদিকে সাকিবও হয়তো নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লিগের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে, ফ্র‍্যাঞ্চাইজি নয়, বরং পুরো মনোযোগ দেশের ক্রিকেটে রাখবেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেট নয়, পুরো মনোযোগটা দেশের ক্রিকেটে রাখতে চান। খেলতে চান আরো দীর্ঘ সময়।

বিষয়টা যে দেশের ক্রিকেটের জন্য আনন্দ ও স্বস্তির তা স্বীকার করে জালাল ইউনুস বলেন, ‘সাকিব এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশের ক্রিকেটে বেশি ফোকাস করবে, এটা অবশ্যই আনন্দের ব্যাপার। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব সব ফরম্যাটে দেশের জন্য খেলুক।’