একাধিক মৃত ব্যক্তির জানাজা একসঙ্গে পড়া যাবে কি?

একাধিক মৃত ব্যক্তির জানাজা একসঙ্গে পড়া যাবে কি?

ফাইল ছবি।

জানাজার জন্য একাধিক মৃত ব্যক্তির লাশ উপস্থিত হলে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা জানাজার নামাজ আদায় করা উত্তম। তবে লাশগুলো একত্র করে একসাথে জানাজা পড়াও জায়েজ।

একের পর এক অথবা উত্তর-দক্ষিণে সারিবদ্ধভাবে রাখবে।

জানাজা একটি বিশেষ নামাজ যা কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া করা ও তাকে বিদায় জানানোর জন্য আদায় করা হয়। এক মুসলামানের ওপর আরেক মুসলমানের একটি হক হলো সে তার জানাজার নামাজ আদায় করবে, তাকে সমাহিত করবে। রাসুল (সা.) বলেন,

এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেওয়া। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

মুসলমান মৃতের জন্য জানাজা পড়া ফরজে কেফায়া বা মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।