ঢাকা-ময়মনসিংহ রুটে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

ঢাকা-ময়মনসিংহ রুটে চলা ট্রেনগুলো রুট পরিবর্তন করে বিকল্প উপায়ে চলাচল করছে বলে জানিয়েছেন ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেললাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। সে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ভাওয়াল রেলস্টেশন এলাকায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই রুটে চলা ট্রেনের রুট আপাতত পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।