ভারতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করলেই বহিষ্কার!

ভারতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করলেই বহিষ্কার!

সংগৃহীত

ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে যেকোনো ধরনের প্রতিবাদের ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরের অফিসের জারি করা নতুন ম্যানুয়ালে বলা হয়েছে, প্রশাসনিক ও শিক্ষাগত কোনো ব্লকের একশ মিটার বা ৩২৮ ফুটের মধ্যে কোনোরকম বিক্ষোভ দেখানো চলবে না।

এতে বলা হয়েছে, ধর্না, অনশন, দেয়াল লিখন, পোস্টার লাগানো, একজোট হয়ে দরাদরি করার চেষ্টাসহ যে কোনো ধরনের বিক্ষোভের উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক বা কর্মীর বাড়ির কাছেও প্রতিবাদ জানানো যাবে না।

যদি কেউ নিষেধাজ্ঞা না মানেন, তাহলে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে অথবা কর্তৃপক্ষ চাইলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে দুই সেমিস্টার পর্যন্ত বহিষ্কার করতে পারে। যদি দেশবিরোধী কোনো স্লোগান দেয়া হয়, জাতপাত, ধর্মবিরোধী স্লগান ওঠে, তাহলে দশ হাজার টাকা জরিমানা করা হবে।

চিফ প্রোক্টরের অফিসের তৈরি করা এই ম্যানুয়ালকে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল গত ২৪ নভেম্বর অনুমোদন দিয়েছে। সেখানে বলা হয়েছে, আগাম অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভিতরে নবীনবরণ, বিদায় সম্বর্ধনা, ডিজে পার্টিসহ কোন পার্টি কর যাবে না। এই ধরনের পার্টি করলে ছয় হাজার টাকা জরিমানা দিতে হবে বা জেএনইউর কমিউনিটি সার্ভিসে অংশ নিতে হবে।

জেএনইউর ভাইস চ্যান্সেলর শান্তিশ্রী পণ্ডিত ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, 'নতুন কোনো নিয়ম চালু করা হচ্ছে না। এই নিয়মগুলো ১৯৬৯ সাল থেকেই চালু আছে। সেগুলো একটু ফাইন টিউনিং করা হয়েছে।  দিল্লি হাইকোর্টের নির্দেশের পর সেগুলোকে আইনগত দিক থেকে আরো শক্তিশালী করা হয়েছে।'

বিনা অনুমতিতে ক্যাম্পাসে নবীনবরণ-সহ অন্য পার্টি করলে ছয় হাজার টাকা জরিমানা প্রসঙ্গে উপাচার্য বলেছেন, 'নবীনবরণে মাদক ও মদ ছিল। নয় মাস আগে নর্মদা হস্টেলে জন্মদিনের পর্টিতে সহিংসতা হয়েছিল। ক্যাম্পাসে আইন ও শৃঙ্খলা বজায় রাখাটা আমার দায়িত্বের উপরে পড়ে।'

চিফ প্রোক্টর জনার্দন ঝা বলেছেন, 'এই নথি এক্সিকিউটিভ কাউন্সিল অনুমোদন করেছে।' কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে,

এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও অ্য়াসিস্টেন্ট প্রফেসর ব্রক্ষ্মপ্রকাশ সিং জানিয়েছেন, 'কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে ঠিকভাবে আলোচনা হয়নি এবং উপযুক্ত পদ্ধতি অনুসরণ করা হয়নি। মন্তব্য ও পর্যবেক্ষণ দেয়ার শেষদিন ছিল ১২ ডিসেম্বর।'