বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

সংগৃহীত

দুইদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে এর আগেই বড় দুঃসংবাদ কিউই শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটে এই সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার কাইল জেমিসন। তার পরিবর্তে বেন সিয়ার্সকে দলে ভেড়ানো হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। তবে স্কোয়াড থেকে জেমিসনকে বাদ দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিডের ভাষ্য, আমরা জেমিসনের ব্যাপারে সতর্ক, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। ওকে মাঠে ফেরানোর জন্য কোনো তাড়া দিতে চাই না। খুব প্রয়োজন পড়লে সে খেলতে পারে, তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।

তিনি আরও বলেন, ঝুঁকি এড়াতে প্রথম ম্যাচে আমরা বেনকে (বেন সিয়ার্স) ডেকেছি। বেন দলের আবহাওয়ার সঙ্গে পরিচিত। ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে সে দারুণ ছন্দে আছে।

কিউইদের জার্সিতে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন সিয়ার্স। তবে এখনও ওয়ানডেতে মাঠে নামা হয়নি তার।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও উইল ইয়াং, বেন সিয়ার্স।