এডিবির ৪০০ মিলিয়ন ডলার ঋণ পেল বাংলাদেশ

এডিবির ৪০০ মিলিয়ন ডলার ঋণ পেল বাংলাদেশ

ফাইল ছবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেল বাংলাদেশ। শুক্রবার রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। 

তিনি বলেন, ১৪/১২/২৩ তারিখ এডিবি এর ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে। 

একই সাথে  তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় কিস্তির ঋণের ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী রোববার বর্তমান রিজার্ভের হিসাব জানানো হবে।

এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ।

এর মধ্যে আইএমএফ প্রায় ৬৯০ মিলিয়ন, এডিবি থেকে ৪০০ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ৯০ মিলিয়ন ডলার ও বিভিন্ন সোর্সসহ মোট ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যা এই মাসেই দেশের রিজার্ভে যুক্ত হবে।