মহান বিজয় দিবসে প্রাচ্যসংঘের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে প্রাচ্যসংঘের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে প্রাচ্যসংঘের উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া।

ইবাদত খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আহসান কবীর, আকসাদ সিদ্দিকী শৈবাল, সেলিম রেজা সেলিম, মো. মনিরুজ্জামান (১), মো. মনিরুজ্জামান (২) এবং তরিকুল ইসলাম তারেক।

নূর ইসলামের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও পাঠ করেন শাহেদ নওয়াজ, শাহিদুর রহমান, কামরুজ্জামান বাবলু, মোস্তফা মাহবুবুল হক বাবলু, বকুল হক, চঞ্চল শাহরিয়ার, মশিয়ার রহমান, পারভীনা সুলতানা, আবু রাসেল, সোহানুর রহমান প্রমুখ।

পরে আশরাফ হোসেনের নেতৃত্বে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নিত্যানন্দ পালের সঞ্চালনায় এতে আরো সঙ্গীত পরিবেশন করেন এমএ সবুর, জেসিম অন্তন, লিপু জামান, শেখ মো. আলমগীর, ইমরান হোসেন, নীলিমা বাছাড় প্রমুখ। তবলায় সঙ্গত করেন চিত্তরঞ্জন দাস। মাঝে যন্ত্রসঙ্গীত শিক্ষক সাঈদ আহমেদ খান অ্যাপোলোর বেহালাবাদন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।