১ ঘণ্টার মধ্যেই ভাঙল কামিন্সের রেকর্ড, আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক

১ ঘণ্টার মধ্যেই ভাঙল কামিন্সের রেকর্ড, আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক

১ ঘণ্টার মধ্যেই ভাঙল কামিন্সের রেকর্ড, আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক

আইপিএলে গত আসরে স্যাম কারেনকে ১৮ কোটি ৫০ লাখে কিনেছিল পাঞ্জাব কিংস। টুর্নামেন্টের ইতিহাসে যা ছিল সর্বোচ্চ মূল্যের রেকর্ড। এবারের নিলামে কারেনকে ছড়িয়ে যান ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ।তবে মাত্র এক ঘণ্টার ব্যবধানেই ভাঙল কামিন্সের রেকর্ড। আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড প্রাইসে তারই স্বদেশী মিচেল স্টার্ককে ঘরে তুললো কলকাতা।

মিচেল স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাকে দলে নেয়ার জন্য কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। এরমধ্যে আবার এই লড়াইতে ঢুকে যায় গুজরাট। শেষ দিকে কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে।

প্রায় ১০ মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসে সর্বকালীন ২৪ কোটি ৭৫ লাখ টাকায় বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসারকে দলে নিলো কেকেআর।মঙ্গলবারের নিলামে অজি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন।