সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে রিটের শুনানি আজ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে রিটের শুনানি আজ

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট শুনানির জন্য হাইকোর্টের বুধবারের কার্যতালিকায় এসেছে। এটি আজকের তালিকায় শেষের দিকে রাখা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনবেন।

রিটটি আজকের (বুধবার) কার্যতালিকায় ৮২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। সেখানে লেখা হয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বনাম গভার্ণমেন্ট অব বাংলাদেশ এন্ড আদার।

এর আগে গত ১০ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল। রিট আবেদনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। ইসিতে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন নম্বর- ৪৬। দলটির নির্বাচনী প্রতীক হচ্ছে আপেল।

উল্লখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।