বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ

ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ বুধবার (২০ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কর্মসূচি নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বলেছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্তের সার্বিক সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু ও মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছেন।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করবেন বলে প্রত্যাশা করেছেন। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার দিবসটি ঘিরে বড় আয়োজন থাকছে না। তবে বিশেষ দোয়া মাহফিলসহ কিছু কর্মসূচি রয়েছে।