শাহ আলী থানার দুই উপ-পরিদর্শক ৩ দিনের রিমান্ডে

শাহ আলী থানার দুই উপ-পরিদর্শক ৩ দিনের রিমান্ডে

ফাইল ছবি

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মিরপুরের শাহ আলী থানার দুই উপ-পরিদর্শককে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই দুই উপ-পরিদর্শক হলেন-তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তাদের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারীর পরিচয়ে আটক ও মারধরের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

মামলার বাদি শাহাদাৎ সরকার অভিযোগ করেন, তার কাছ থেকে ৯ লাখ টাকা লুট করা হয়েছে। ৯ ডিসেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত ২ উপ-পরিদর্শক ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন।

এরপর নগদ টাকা এবং কার্ড থেকে জোরপূর্বক টাকা লুট করেন। সোমবার শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক আলতাফ জামান অভিযুক্ত দু'জনকে গ্রেফতার জন্য শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেন। তারপরই তাদের গ্রেফতার করে পুলিশ।