কাতারে হামাস নেতার সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

কাতারে হামাস নেতার সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

কাতারে হামাস নেতার সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

কাতারের রাজধানী দোহায় হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে সাক্ষাত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তিনি হামাস নেতার সাথে জরুরি বৈঠক করেন।বুধবার (২০ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দোহায় পৌঁছেছেন। গত আড়াই মাসে এটি তার চতুর্থ বারের মতো সফর। এই সফরে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসমাইল হানিয়া বলেছেন, হামাস যুদ্ধ বিরতির জন্য সব সময়ই প্রস্তুত রয়েছে। তবে গাজায় চলমান ইসরাইলি নৃশংসতার কারণে সেটি সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, কাতার সরকারের সাথে ইরান এ বিষয়ে একমত হয়েছে, গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা অনতিবিলম্বে বন্ধ করা উচিৎ। এ বিষয়ে কাতার ও ইরান যৌথভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আশা করা যায় একটি ভালো ফলাফল আসবে।এ সময় গাজার সর্বশেষ অবস্থা নিয়েও তিনি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন।

সূত্র : আল জাজিরা