২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

আগামী শনিবার (২৩ ডিসেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২ দিনের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি ও যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে এবং ৩ জানুয়ারী পর্যন্ত সকল প্রকার ক্লাস সমূহ বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে। বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, পানি, বিদ্যুৎ, নিরাপত্তাসহ জরুরি সেবাসমূহ চালু থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ক্যালেন্ডার অনুযায়ী ছুটি চলবে। সব বিষয় বিবেচনা করে ছুটিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি বা এমন কোন এখনো আলোচনা হয়নি। শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।