ইসরাইল থেকে ফের স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ইসরাইল থেকে ফের স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ছবিঃ সংগ্রহীত

সীমান্তে শক্তি আরো বাড়াতে এবার ইসরাইলের কাছ থেকে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই এই নিয়ে দ্বিতীয়বার ইসরাইল থেকে স্পাইক ক্ষেপণাস্ত্র কিনছে ভারতীয় সেনা বাহিনী।

সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি স্পাইক লঞ্চার এবং ২০০টির বেশি ক্ষেপণাস্ত্রের অর্ডার ফের একবার ইসরাইলকে দেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। গত বছর বালাকোটে প্রত্যাঘাতের পর একই পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার জরুরি ভিত্তিতে কেনা হয়েছিল ।

ভারতীয় সূত্রের খবর, গতবারের কেনা লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তের কাছে মজুত করেছিল সেনাবাহিনী। এবার হয়তো চীনের বিরুদ্ধে ব্যবহারের ভাবনা আছে। কারণ, চীনা বাহিনী পূর্ব লাদাখে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র মজুত করেছে বলে খবর।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে ৫০০ কোটি রুপি ব্যয়ের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা ব্যবহার করেই ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদ কেনার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী।

সূত্র : বর্তমান