ন্যানো প্রযুক্তিতে ইরানের অসাধারণ উত্থান

ন্যানো প্রযুক্তিতে ইরানের অসাধারণ উত্থান

ছবি: সংগৃহীত

ন্যানো প্রযুক্তিতে উল্লেখযোগ্য অর্জন হয়েছে ইরানের। দেশটির বৈজ্ঞানিক প্রকাশনা এবং ন্যানো পণ্যের বিক্রয় বৃদ্ধি এই ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে ইরানের উত্থান প্রমাণ করে।

সাম্প্রতিক বছরগুলিতে ইরানে যে শিল্পগুলি ভাল প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে তার মধ্যে একটি ন্যানো প্রযুক্তি শিল্প। এই শিল্প সংশ্লিষ্ট ক্ষেত্রে ইরানকে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে নিয়ে এসেছে।

শীর্ষস্থানীয় ন্যানোটেকনোলজি ওয়েবসাইট স্ট্যাটন্যানোর তথ্যমতে, ইরান ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে দারুণ অগ্রগতি লাভ করেছে। ন্যানোপ্রযুক্তি প্রকাশনার ক্ষেত্রে দেশটি চতুর্থ স্থানে রয়েছে।

এই র‌্যাঙ্কিং ইরানের উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উন্নয়নের প্রমাণ বহন করে।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা তিন দেশ হলো- যথাক্রমে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। সূত্র: তেহরান টাইমস