আহছানিয়া মিশন হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু

আহছানিয়া মিশন হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু

সংগৃহীত

আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে বিশেষায়িত ডায়ালাইসিস সেবা। আহছানিয়া মিশন ও লংকাবাংলা ফাইনান্সের যৌথ উদ্যোগে হাসপাতালটিতে ক্রনিক কিডনি রোগের চিকিৎসা সেবা, কিডনি স্ক্রিনিংসহ কিডনি রোগীরা নানা সেবা পাবেন।

রোববার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, নতুন চালু হওয়ায় ডায়ালাইসিস সেন্টারটি সম্পূর্ণ আধুনিক সুবিধাসম্পন্ন। এখান থেকে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন মাইলফলক স্থাপনে পাশে দাঁড়ানোর জন্য লংকাবাংলা ফাইনান্সসহ অংশীদারদের ধন্যবাদ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া চিকিৎসাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৮৪৭৩৫৯২১৭- এই নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

যেসব সেবা পাবেন রোগীরা

১. ক্রনিক কিডনি রোগের চিকিৎসা সেবা।

২. কিডনি স্ক্রিনিং সেবা।

৩. ২৪ ঘণ্টা হিমো ডায়ালাইসিস, সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ ও এসএলইডি মেশিনে ডায়ালাইসিস সেবা।

৪. দক্ষ ডায়ালাইসিস টিম দ্বারা স্বল্প খরচে মানসম্মত ডায়ালাইসিস সেবা।

৫. জার্মানির সর্বাধুনিক ও উন্নতমানের ‘ফ্রেসিনিয়াস’ মেশিন দ্বারা ডায়ালাইসিস সেবা।