ঘন কুয়াশায় ২ নৌরুটের ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় ২ নৌরুটের ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রে‌খে‌ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার ভোর ৫টার এ‌ নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বন্ধ রাখা হয় ফেরি চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ চলাচল স্বাভাবিক হয়নি। ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই নৌরুটে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে দুই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে। এর আগে, সোমবার মধ্যরাতে একই কারণে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি।