বছরজু‌ড়ে ২৯০ সাংবাদিক নির্যাতনের শিকার

বছরজু‌ড়ে ২৯০ সাংবাদিক নির্যাতনের শিকার

ফাইল ছবি

পেশাগত কাজ করতে গিয়ে বছরজু‌ড়ে ২৯০ জন সাংবা‌দিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও বাধার সম্মুখীন হয়েছেন ব‌লে প‌রিসংখ‌্যান প্রকাশ ক‌রে‌ছে আইন ও সা‌লিশ কেন্দ্র (আসক)।

রোববার (৩১ ডি‌সেম্বর) রাজধানীর প্রেস ক্লা‌বে বাংলা‌দে‌শের মানবা‌ধিকার প‌রিস্থি‌তি ২০২৩ শীর্ষক এক লিখিত বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল এ তথ্য তুলে ধরেন।

ফারুক ফয়সাল ব‌লেন, এ বছর ২৯০ জন সাংবাদিক নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অন্তত ৭৮ জন সংবাদকর্মী। সংবাদ প্রকাশের জের ধরে বাংলা নিউজ২৪.কম জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী দ্বারা লাঞ্ছিত ও পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা প্রদানের শিকার হয়েছেন ২২ জন সাংবাদিক।

সাংবাদিক হত্যার বিচারও হয়নি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৪ বারের মতো পেছালো।