স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান জানালেন প্রধান তথ্য কমিশনার

স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান জানালেন প্রধান তথ্য কমিশনার

স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান জানালেন প্রধান তথ্য কমিশনার

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক।

আজ রোববার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ এবং সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিঞা, বিপিএএ।

প্রধান তথ্য কমিশনার বলেন, বিশুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সামাজিক মাধ্যম বা আন-এডিটেড প্লাটফর্মের অপতথ্য, মিথ্যা-বানোয়াট, ঘৃণা-বিদ্বেষ উদ্রেককারী তথ্য এবং গুজব জনমনে ভীতি সৃষ্টি করে এবং হানাহানি বাড়ায় যা বিশুদ্ধ তথ্য প্রবাহের মাধ্যমে বাদ দেয়া সম্ভব।কর্মশালায় রাজউক এর ২১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সূত্র : বাসস