নতুন বছরে ভেনিস ভ্রমণে নতুন বিধি-নিষেধ

নতুন বছরে ভেনিস ভ্রমণে নতুন বিধি-নিষেধ

সংগৃহীত

নতুন বছরের শুরুতেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ভেনিস ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার কথা জানিয়েছে ইতালি। আগামী জুন থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, পর্যটকের চাপ কমাতে শহরটিতে একদলে ২৫ জনের বেশি পর্যটক নিষিদ্ধের পাশাপাশি, নিষিদ্ধ করা হচ্ছে লাউড স্পিকারের ব্যবহারও। লাউডস্পিকার ব্যবহারের কারণে ‘বিভ্রান্তি’ ও ‘বিশৃঙ্খলা’ তৈরি হতে পারে বলে তা নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত পর্যটকের চাপ খালের এই শহরটির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যানুসারে, ভেনিস শহরটি মাত্র ৭ দশমিক ৬ বর্গ কিলোমিটারের। কিন্তু ২০১৯ সালে এখানে প্রায় এক কোটি ৩০ লাখ পর্যটক ভ্রমণে আসেন।

আগামী কয়েক বছরে দর্শনার্থীর সংখ্যা করোনা মহামারির আগের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ২০২৩ সালের শুরুর দিকে ভেনিস শহরকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা উচিত বলে জানায় ইউনেসকো। কারণ জলবায়ু পরিবর্তন এবং পর্যটকের চাপ শহরটিতে বিরূপ পরিবর্তন ঘটানোর আশঙ্কা রয়েছে।